
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়া দিল্লি সফর করার কথা ছিল চলতি ডিসেম্বর মাসে। কিন্তু বিশেষ কারণে তা দুই দিন আগেই স্থগিত করা হয়। আসন্ন ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ্বে এ সফর হতে পারে। শনিবার ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর দেখা করে আসার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধ্বে প্রধানমন্ত্রী ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। এখন দুই দেশের কর্মকর্তারা বসে তা ঠিক করবেন।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের ১৮ ও ১৯ তারিখে শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের দিল্লি সফরে বাংলাদেশের পক্ষ থেকে পানি সহযোগিতার ওপর জোর দেওয়ার কথা আছে| অন্যদিকে ভারতের পক্ষ থেকে জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা, সামরিক ও সন্ত্রাসবাদ সহযোগিতার ওপর।
0 coment rios: