বিজয় দিবসের দিনে কাতার ইন্টারন্যাশনাল কাপে মেয়েদের ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের মাবিয়া এবং রেশমা। শুক্রবার ৬৩ কেজি ওজন শ্রেণিতে ...

বিজয় দিবসের দিনে কাতার ইন্টারন্যাশনাল কাপে মেয়েদের ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের মাবিয়া এবং রেশমা। শুক্রবার ৬৩ কেজি ওজন শ্রেণিতে মাবিয়া আর ৫৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছেন রেশমা।
এর আগে এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছিলেন মাবিয়া। নারীদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জেতেন তিনি। এসএ গেমসে পুরস্কার গ্রহণের সময় মঞ্চে দাঁড়িয়ে অঝোরে কেঁদেছিলেন মাবিয়া। আমার সোনার বাংলা’র সুর বেজে উঠতেই স্যালুট দিতে-দিতে কাঁদেন তিনি।
চতুর্থবারের মতো কাতারে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। ১৪ ডিসেম্বর থেকে শুরু হয় এই প্রতিযোগিতা।