
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় ট্রাক-লেগুনার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আরো সাতজন। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে লেগুনার চালক ও একজন নারী রয়েছেন। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন জানান, একটি যাত্রীবাহী লেগুনা গাজীপুরের কোনাবাড়ি থেকে চৌরাস্তার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক চৌরাস্তা থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে ইটাহাটা এলাকায় লেগুনাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে আহতদের গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো পাঁচজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতদের মধ্যে লেগুনার চালক ও একজন নারী রয়েছেন। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
নাওজোর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসেন জানান, একটি যাত্রীবাহী লেগুনা গাজীপুরের কোনাবাড়ি থেকে চৌরাস্তার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক চৌরাস্তা থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে ইটাহাটা এলাকায় লেগুনাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে আহতদের গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো পাঁচজনকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিদের অবস্থাও আশঙ্কাজনক।
0 coment rios: