
আজ শনিবার নির্বাচন কমিশনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের মিলনায়তনে এ সভা হয়।
সিইসি বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর আছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভবিষ্যতে পরিস্থিতির আরো উন্নতি হবে। সুতরাং, সেখানে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না।
কাজী রকিব উদ্দীন আহমদ আরো বলেন, নির্বাচনের আগের রাতে যেন কোনো ধরনের জোরাজুরি না হয় এবং কেউ যেন ভোটকেন্দ্র দখল করতে না পারে, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, র্যাব, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন।
0 coment rios: