
যশোরের মণিরামপুরে হরিহর নদীর বালি উত্তোলন কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষে আহত ট্রাকচালক বাবলু (৩৫) মারা গেছেন।
সোমবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাবলু উপজেলার বিজয়রামপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সংবাদ মাধ্যমকে জানান, দুপুরে বিজয়রামপুর গ্রামে হরিহর নদীর বালি উত্তোলনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে বাবলু (৩৫), মিনারুল (২৮), জাকির (৩২) ও হায়দার (৩৫) নামে চারজন আহত হন। আহত বাবলু ও জাকিরকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে বাবলুর মৃত্যু হয়।
0 coment rios: