বিজয় দিবস এলেই বেড়ে যায় পতাকা বিক্রি, তাই লাল-সবুজের ফেরিওয়ালাদের দেখা মেলে অলি-গলি সর্বত্রই। ১০ টাকা থেকে সাড়ে ৩শ টাকা পর্যন্ত বিক্রি হ...
বিজয় দিবস এলেই বেড়ে যায় পতাকা বিক্রি, তাই লাল-সবুজের ফেরিওয়ালাদের দেখা
মেলে অলি-গলি সর্বত্রই। ১০ টাকা থেকে সাড়ে ৩শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে
পতাকা। দু'পয়সা বাড়তি রোজগারের আশায় পতাকাসহ নানা ধরণের স্যুভনির বিক্রিতে
নেমেছেন যশোর-মাগুরার মৌসুমি ব্যবসায়িরা। পতাকার পাশাপাশি হাত ও মাথার
হরেকরকম ব্যান্ডের বিক্রিও এসময়টা ভালো। শহর থেকে শহরতলী, বিজয়ের নিশান
সবখানেই। আকার অনুপাতে জাতীয় পতাকা বিক্রি হচ্ছে ১০ থেকে ৩৫০ টাকায়। সব
পেশা আর বয়সের মানুষ এসব পতাকার ক্রেতা। অনেকে এসময় অর্ডার দিয়ে নিজের
পছন্দের আকারের পতাকা বানিয়ে থাকেন। তাই ব্যস্ততা থাকে দর্জিবাড়িতেও।
যশোর-মাগুরার দর্জিবাড়িগুলোতে ঘুরে জানা যায়, এই মাসে তাদের কাজের চাপ
বছরের অন্য সময়ের চেয়ে অনেক বেশি থাকে। ব্যবসায়ীরা যেমন তাদের চাহিদামত
অর্ডার করেন তেমনি ক্রেতাদের নিজস্ব চাহিদাও থাকে।