
কলকাতার এল হাসান পরিচালিত নতুন একটি সিনেমাতে বাংলাদেশের তরুণ নায়ক রোশানের সঙ্গে অভিনয় করবেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী।
এখানে মা ও ছেলের ভূমিকায় দেখা যাবে হেমা মালিনী ও রোশানকে।
এখানে মা ও ছেলের ভূমিকায় দেখা যাবে হেমা মালিনী ও রোশানকে।
এল হাসানের এটি প্রথম সিনেমা। তবে এখনো চলচ্চিত্রটির শিরোনাম চূড়ান্ত করা হয়নি।
দেশের একটি জনপ্রিয় পত্রিকাকে মুঠোফোনে এল হাসান বলেন, “সামাজিক প্রেমের কাহিনী নিয়ে এগিয়ে যাবে সিনেমার গল্প। এখানে মা ও ছেলের ভূমিকায় দেখা যাবে হেমা মালিনী ও রোশানকে।”
রোশান চলতি বছরের আলেচিত সিনেমা রক্ত-তে অভিনয়ে করেছেন পরীমণির বিপরীতে। ১০ মার্চ থেকে শুরু হবে ছবিটির শুটিং।
হাসান আরো জানান, হেমা মালিনী ইতোমধ্যে সাইন করেছেন। বাংলাদেশ থেকে থাকছেন রোশান। এছাড়াও, একটি আইটেম গানে থাকছেন সানি লিওন ও বাংলাদেশর পরীমনির।
আগামী ৩ জানুয়ারী বাংলাদেশে আসবো তখন এই দুই জনের বিষয়ে কথা বলবো, যুক্ত করেন হাসান।
রোশান বলেন, আমার সঙ্গে কথা পাকা হয়েছে। আমি থাকছি এটা ঠিক। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া।
0 coment rios: