মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে তুরস্ক এবং রাশিয়া। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় পরিচালিত আনাদোলু সংবাদ সংস্থার বর...

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে তুরস্ক এবং রাশিয়া। বুধবার তুরস্কের রাষ্ট্রীয় পরিচালিত আনাদোলু সংবাদ সংস্থার বরাত দিয়ে রয়টার্স ও সিএনএন এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আংকারা এবং মস্কো বুধবার মধ্যরাত থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে চেষ্টা করবে। যুদ্ধবিরতি সফল হলে সিরিয়া সরকার এবং বিরোধী দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসবে তুরস্ক এবং রাশিয়া। কাখাখস্তানের রাজধানী আস্তানায় এই আলোচনা হবে।
সিরিয়ার কোনো বিরোধীদল এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিনা তা জানা যায়নি। সিরিয়ার সরকারি বাহিনী দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী আলেপ্পোর প্রধান শহর দখলে নেয়ার ৬ দিন পর এই যুদ্ধবিরতিতে সম্মত হলো মস্কো ও আংকারা।
সিরিয়ায় গত ৬ বছর ধরে চলা গৃহযুদ্ধে ৪ লাখের মতো লোক প্রাণ হারিয়েছেন। সম্প্রতি তুরস্ক এবং রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি বাতিল হওয়ার পর দেশটির পূর্বাঞ্চল থেকে ১০ হাজারের মতো লোককে সরিয়ে নেয়া হয়েছে।
তবে বিদ্রোহীরা সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আলেপ্পো শহর গত ৪ বছর ধরে দখল করে আছে। কিন্তু আলেপ্পোর দক্ষিণাঞ্চলীয় শহর সরকারি বাহিনী দখলে নেয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধ বন্ধ করতে তাদের পরবর্তী পদক্ষেপ হলো দেশব্যাপী যুদ্ধবিরতি চুক্তি করা।
তবে বিদ্রোহীরা সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় আলেপ্পো শহর গত ৪ বছর ধরে দখল করে আছে। কিন্তু আলেপ্পোর দক্ষিণাঞ্চলীয় শহর সরকারি বাহিনী দখলে নেয়ার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধ বন্ধ করতে তাদের পরবর্তী পদক্ষেপ হলো দেশব্যাপী যুদ্ধবিরতি চুক্তি করা।
প্রসঙ্গত, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সবচেয়ে ঘনিষ্ট বন্ধু হচ্ছে রাশিয়া। তাই বাশার আল আসাদ সরকারের আমন্ত্রণে ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে মস্কো।