
ঢাকার হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন মেহেদি মারুফ এবং এভিন লুইস। ইনিংসের তৃতীয় ওভারে মেহেদি হাসান মিরাজের বলে আউট হন মেহেদি মারুফ। ব্যক্তিগত ৮ রানে ফিরে যান এই ঢাকার ওপেনার। দলীয় ২৩ রানে ঢাকার প্রথম উইকেটের পতন হয়। এর পরের ওভারেই ফিরে যান নাসির হোসেন। আফিফের বলে মারতে যেয়ে স্ট্যাম্পিং হন নাসির। তখন দলের সংগ্রহ ৩৫।
ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং আক্রমণে আসেন রাজশাহীর অধিনায়ক স্যামি। এসেই প্রথম বলে বিদায় করেন মোসাদ্দেক হোসেনকে। এলবির ফাঁদে পড়ার আগে মোসাদ্দেক করেন ৫ রান। দলীয় ৪২ রানের মাথায় টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় ঢাকা। এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এভিন লুইস ও কুমার সাঙ্গাকারা। দলীয় ৮৩ এবং ব্যক্তিগত ৪৫ রানের মাথায় রেজার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান এই ক্যারিবীয়।
দলীয় ১০১ রানে পাঁচ উইকেট হারায় ঢাকা। ইনিংসের ১৩তম ওভারে বিদায় নেন ডোয়াইন ব্রাভো। রানআউট হয়ে ফেরার আগে তিনি করেন ১৩ রান। ইনিংসের ১৬তম ওভারে বিদায় নেন ঢাকার তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সামিত প্যাটেলের বলে দুর্দান্ত এক ক্যাচ নেন ফরহাদ রেজা। নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারায় বল শূন্যে ছুঁড়ে বাউন্ডারি সীমানার বাইরে চলে যান তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় বল লুফে নিয়ে রাসেলকে ফেরান ৮ রানের মাথায়।
ঢাকার দলপতি সাকিব আল হাসান ৭ বলে দুই চারে ১২ রান করে ফরহাদ রেজার বলে বোল্ড হন। ইনিংসের ১৮তম ওভারে সপ্তম উইকেট হারায় ঢাকা। দলীয় ১৩০ রানের মাথায় বিদায় নেন সাকিব। ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন আলাউদ্দিন বাবু। উইলিয়ামসের বলে স্যামির হাতে ধরা পড়েন তিনি।
কুমার সাঙ্গাকারা ৩৩ বলে ৩৬ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন। ফরহাদ রেজা নিজের বলে নিজেই ক্যাচ নেন। লঙ্কান এই গ্রেট ব্যাট হাতে উইকেটের একপ্রান্ত ধরে রেখেছিলেন। তার ইনিংসে ছিল মাত্র ২টি চার ও একটি ছক্কা। সাঞ্জামুল ১২ রানে অপরাজিত থাকেন।
রাজশাহীর হয়ে ফরহাদ রেজা তিনটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান উইলিয়ামস, মিরাজ, আফিফ, স্যামি আর প্যাটেল।
ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং আক্রমণে আসেন রাজশাহীর অধিনায়ক স্যামি। এসেই প্রথম বলে বিদায় করেন মোসাদ্দেক হোসেনকে। এলবির ফাঁদে পড়ার আগে মোসাদ্দেক করেন ৫ রান। দলীয় ৪২ রানের মাথায় টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় ঢাকা। এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন এভিন লুইস ও কুমার সাঙ্গাকারা। দলীয় ৮৩ এবং ব্যক্তিগত ৪৫ রানের মাথায় রেজার বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান এই ক্যারিবীয়।
দলীয় ১০১ রানে পাঁচ উইকেট হারায় ঢাকা। ইনিংসের ১৩তম ওভারে বিদায় নেন ডোয়াইন ব্রাভো। রানআউট হয়ে ফেরার আগে তিনি করেন ১৩ রান। ইনিংসের ১৬তম ওভারে বিদায় নেন ঢাকার তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সামিত প্যাটেলের বলে দুর্দান্ত এক ক্যাচ নেন ফরহাদ রেজা। নিজের শরীরের ভারসাম্য ধরে রাখতে না পারায় বল শূন্যে ছুঁড়ে বাউন্ডারি সীমানার বাইরে চলে যান তিনি। দ্বিতীয় প্রচেষ্টায় বল লুফে নিয়ে রাসেলকে ফেরান ৮ রানের মাথায়।
ঢাকার দলপতি সাকিব আল হাসান ৭ বলে দুই চারে ১২ রান করে ফরহাদ রেজার বলে বোল্ড হন। ইনিংসের ১৮তম ওভারে সপ্তম উইকেট হারায় ঢাকা। দলীয় ১৩০ রানের মাথায় বিদায় নেন সাকিব। ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন আলাউদ্দিন বাবু। উইলিয়ামসের বলে স্যামির হাতে ধরা পড়েন তিনি।
কুমার সাঙ্গাকারা ৩৩ বলে ৩৬ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন। ফরহাদ রেজা নিজের বলে নিজেই ক্যাচ নেন। লঙ্কান এই গ্রেট ব্যাট হাতে উইকেটের একপ্রান্ত ধরে রেখেছিলেন। তার ইনিংসে ছিল মাত্র ২টি চার ও একটি ছক্কা। সাঞ্জামুল ১২ রানে অপরাজিত থাকেন।
রাজশাহীর হয়ে ফরহাদ রেজা তিনটি উইকেট তুলে নেন। একটি করে উইকেট পান উইলিয়ামস, মিরাজ, আফিফ, স্যামি আর প্যাটেল।
0 coment rios: