
সব ধরনের টুর্নামেন্টে ভারতকে বয়কটের হুমকি দিয়েছেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী রিয়াজ পিরজাদার। ভারতের কোনো খেলায়ই অংশ নেবে না পাকিস্তান এমন মন্তব্য করেন এই ক্রীড়ামন্ত্রী।
রিয়াজ পিরজাদা বলেন, ‘আমরা দুর্দান্ত পারফর্ম করে ভারতে অনুষ্ঠিত জুনিয়র হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। কিন্তু শেষে আমাদের এ আসর থেকে বাদ দেয়া হল। ভারত, ভিসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখিয়ে আমাদের বাদ দিয়েছে। অথচ তারা আমাদের বদলি হিসেবে মালয়েশিয়াকে অন্যায়ভাবে সুযোগ করে দিয়েছে।’
পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী আরও জানান, ‘ভারতীয় দূতাবাস এবং আন্তর্জাতিক হকি ফেডারেশন আমাদের জুনিয়র হকি দলের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করেছে, এটা মেনে নেয়া কষ্টকর। তারা আমাদের সঙ্গে যে কাজটি করেছে সেটি কখনোই ক্রীড়াক্ষেত্রে ঘটতে দেয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাতে ভারতের মাটিতে সব ধরনের টুর্নামেন্টে দল পাঠানো নিষিদ্ধ করার কথা ভাবছি।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফসহ সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন বলে জানান দেশটির ক্রীড়ামন্ত্রী। এরপরই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।
0 coment rios: