যশোরে তিন কলেজে মাস্টার্সে ১ হাজার ১৬৯ আসন শূন্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যশোরের সরকারি তিন কলেজে স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদনের সময় শেষ হলেও আসন শূন্য রয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোর সরকারি এমএম কলেজ, সিটি কলেজ ও মহিলা কলেজে ১ হাজার ১৬৯টি আসন শূন্য রয়েছে।
সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে মাস্টার্সে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সময় শেষ হয়েছে গত ২৭ নভেম্বর। এ সময়ের মধ্যে সরকারি তিন কলেজে ৬ হাজার ৫৩৫ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৫ হাজার ৩৬৬টি। এ হিসাবে এখনো খালি রয়েছে ১ হাজার ১৬৯টি আসন।
এর মধ্যে যশোর সরকারি এমএম কলেজে ৫ হাজার ৩ আসনের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৪ হাজার ৩৬৫ শিক্ষার্থী। এ কলেজে খালি রয়েছে ৯৩৫ আসন। সরকারি সিটি কলেজে ৬০০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪১৯টি। কলেজটিতে ১৮১টি আসন খালি রয়েছে। এছাড়া সরকারি মহিলা কলেজে ৬৫৩ আসনের বিপরীতে ভর্তির আবেদন জানিয়েছেন ৫৮২ জন। এ কলেজে খালি রয়েছে ৫৩টি আসন।
এ ব্যাপারে এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান বলেন, আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত রিলিজ স্লিপের মাধ্যমে মাস্টার্সে ভর্তির জন্য আবেদন করার সময় বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শূন্য আসনে এখনো চাইলে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
0 coment rios: