'পদ্মাসেতু প্রকল্পের সার্বিক ভৌত অবকাঠামো ৩৭ শতাংশ, মূল সেতু ৩১ শতাংশ, নদীশাসন ২৬ শতাংশ, জাজিরা সংযোগ সড়ক ৮২ শতাংশ, মাওয়া সংযোগ সড়ক ১০০ শতাংশ ও সার্ভিস এরিয়া (২) ১০০ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে। রোববার সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
যানবাহন নিয়ে জামালপুর-২ আসনের ফরিদুল হক খানের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'সারাদেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ২৮ লাখ ২২ হাজার ৪২৪টি'। এর মধ্যে ফিটনেসবিহীন ৬ লাখ ২ হাজার ২৬২টি। ১০ বছরের পুরনো ফিটনেসবিহীন ১০ হাজার ৭৫২টি গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়েছে।
চলমান ইজিবাইকের পরিবর্তে বিকল্প যানবাহন হিসেবে কারিগরি ও নিরাপত্তার দিক থেকে উন্নতমানের ইজিবাইক চালুর বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে বলেও জানান সেতুমন্ত্রী।
চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, 'সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সারাদেশে ২ হাজার ১৪৬টি সেতু ও ১ হাজার ৫৫১টি কালভার্ট রয়েছে'।
কুষ্টিয়া-১ আসনের রেজাউল হক চৌধুরীর প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, 'দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর অর্থ চাওয়া হয়েছে। বৈদেশিক অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে যথাসময়ে এই সেতুর নির্মাণ কাজ শুরু হবে'।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
যানবাহন নিয়ে জামালপুর-২ আসনের ফরিদুল হক খানের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'সারাদেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ২৮ লাখ ২২ হাজার ৪২৪টি'। এর মধ্যে ফিটনেসবিহীন ৬ লাখ ২ হাজার ২৬২টি। ১০ বছরের পুরনো ফিটনেসবিহীন ১০ হাজার ৭৫২টি গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়েছে।
চলমান ইজিবাইকের পরিবর্তে বিকল্প যানবাহন হিসেবে কারিগরি ও নিরাপত্তার দিক থেকে উন্নতমানের ইজিবাইক চালুর বিষয়টি সরকার চিন্তাভাবনা করছে বলেও জানান সেতুমন্ত্রী।
চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, 'সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সারাদেশে ২ হাজার ১৪৬টি সেতু ও ১ হাজার ৫৫১টি কালভার্ট রয়েছে'।
কুষ্টিয়া-১ আসনের রেজাউল হক চৌধুরীর প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, 'দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর অর্থ চাওয়া হয়েছে। বৈদেশিক অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে যথাসময়ে এই সেতুর নির্মাণ কাজ শুরু হবে'।
0 coment rios: