ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সোমবার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ম্য...

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সোমবার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি মর্তুজা জানান, তার অবস্থা সম্পর্কে জানতে ৪৮ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
সিরিজের বাকি ম্যাচগুলো নিয়ে ঝুঁকি নিতে চাইছে না নির্বাচকরা। এজন্য সোমবারই ঢাকা থেকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে উড়িয়ে নেয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, সিরিজের বাকি দুই ম্যাচে মুশফিককের জায়গায় সুযোগ পেতে পারেন সোহান।
নিউজিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করে জানান, মুশফিকের ব্যাপারে এখনও পুরোপুরি তথ্য আমরা হাতে পাইনি। তাছাড়া আমি নিউজিল্যান্ড যাচ্ছি। ওখানে গিয়ে বুঝতে পারব ওর কি চোট কোন পর্যায়ে।
তিনি জানান, আপাতত দলে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। কেউ যদি আনফিট হয়ে যায় তখন তার পরিবর্তে রিপ্লেসমেন্ট নেয়া হবে।
তিনি আরও জানান, মুশফিক এখন চোট পেয়েছে। ও যদি খেলতে না পারে, তাহলে তার পরিবর্তে সোহানকে খেলানো হবে। সে সুযোগ আমাদের রয়েছে, এজন্য সোহানকে নিউজিল্যান্ড নেয়া হচ্ছে।
বাংলাদেশ স