ছয় বছর পর জাতীয় দলে ফিরে ৩৩ বলে ২২ রান করেন। প্রথম ম্যাচে মিডল অর্ডারে অতটা সাবলীল মনে হয়নি তাকে। সেই নেইল ব্রুম বলছেন, তাকে ভয় পাইয়ে ...

ছয় বছর পর জাতীয় দলে ফিরে ৩৩ বলে ২২ রান করেন। প্রথম ম্যাচে মিডল অর্ডারে অতটা সাবলীল মনে হয়নি তাকে। সেই নেইল ব্রুম বলছেন, তাকে ভয় পাইয়ে দেয়ার মতো পেসার বাংলাদেশে নেই।
স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ৭৭ রানে হেরে যায়। দ্বিতীয় ম্যাচ আগামীকাল ভোর চারটায়। নেলসনে। ঐতিহ্যগতভাবে এই মাঠের উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক ভূমিকা রাখে। কিছুটা স্লো। নেইল সেকথা মাথায় রেখে বলছেন পরের ম্যাচে আরো ভালো ব্যাট করার চেষ্টা করবেন, ‘এই উইকেট একটু ধীর গতির। সত্যিকারের গতি এখানে পাওয়া যায় না। দারুণ মাঠ এটি। আশা করি আমি কিছু রান করতে পারবো।’
ব্রুম সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১০ সালে। এতদিন পর রস টেইলরের বদলে জায়গা পান। টেইলর ইনজুরিতে আছেন।
ব্রুম সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১০ সালে। এতদিন পর রস টেইলরের বদলে জায়গা পান। টেইলর ইনজুরিতে আছেন।
‘ক্যারিয়ারের শেষ দিকে এসে এটা আমার কাছে একটা সুযোগ। আবার ফিরতে পারবো, তা কখনো ভাবিনি। সামনে দুটি ম্যাচ বাকি। আমি শুধু আমার খেলাটা খেলতে চাই। ওভালে যা পারিনি, নেলসনে তা করে দেখাতে চাই।’
নেলসনে মাত্র একবার কোনো দল প্রতিপক্ষের দশ উইকেট নিতে পেরেছে। ২০১৫ সালের ২০ জানুয়ারি কিউইরা শ্রীলঙ্কাকে অলআউট করতে পেরেছিল। এখানে সর্বনিন্ম স্কোর ২৭৬। সর্বোচ্চ স্কোর বাংলাদেশের। গত বছর মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩২২ রান করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
বোলাররা বরাবর এখানে অসহায়। এখানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন ৫জন। নিউজিল্যান্ডের মধ্যে একমাত্র টিম সাউদি আছেন সেই তালিকায়। আছেন বাংলাদেশের তাসকিন আহমেদও।