
বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান অভিনীত বিজ্ঞাপন। ইতিমধ্যেই বিজ্ঞাপনটি বেশ আলোচিত হয়েছে। এটি নির্মাণ করেছেন গোলাম কিবরিয়া ফারুকী। জনপ্রিয় এই বিজ্ঞাপনের পেছনের গল্প শোনালেন কিবরিয়া। শোনালেন এক মজার ঘটনা।
ঘটনার সূত্রপাত শুটিং শুরুর দিন। ঢাকার পাশেই একটি মফস্থল এলাকায় শুটিং চলছিলো। মুহূর্তেই এলাকায় রটে যায় সাকিব আল হাসান আসছেন। শুনেই সবার মধ্যে উৎসব উৎসব ভাব। সাকিবকে একনজর দেখার আশায় দশগ্রাম থেকে ছুটে আসে ভক্তরা। সাকিব আসার আগেই ভিড় সামলাতে গলদঘর্ম টিমের সদস্যরা। সাকিব গাড়ি থেকে নামামাত্র সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ে।
কিবরিয়া ফারুকী বলেন, ‘সাকিবকে গাড়ি থেকে নামতে দেখেই একটি ছেলে অজ্ঞান হয়ে যায়। ভাবলাম, সাকিব আসতেই এ অবস্থা। পরে না জানি আরো কী হয়! ভিড় সামলাতে উপায়ান্তর না পেয়ে পুলিশকেও খবর দেওয়া হয়। এত ভিড়ভাট্টা সামলিয়েও সাকিব দারুণ অভিনয় করেছেন। ’
উল্লেখ্য, বিজ্ঞাপনটিতে সাকিব আল হাসান ছাড়াও আরও অভিনয় করেছেন জোভান।
0 coment rios: