
বাগেরহাট কেবি বাজার মৎস্য কেন্দ্রে উঠলো ৯শ কেজি ওজনের বিরল প্রজাতির শাপলাপাতা মাছ। বৃহস্পতিবার বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার নিয়ে মাছ ধরার সময় জেলে নাসির হাওলাদার ও গোপাল বিশ্বাসের জালে ধরা পড়ে বিরল প্রজাতির এ শাপলাপাতা মাছ।
শনিবার সকালে এ মাছটি বাগেরহাটের কেবি মৎস্য বাজারে আনা হলে শত শত উৎসুক জনতা মাছটিকে এক নজর দেখার জন্য ভিড় জমান। পরে ৫ হাজার টাকা মন ও ২শ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হয়।
বাগেরহাট কেবি বাজার মৎস্য আরতদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, ‘এত বড় মাছ এর আগে বাগেরহাট কেবি বাজারে ওঠেনি। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় খুলনার বাসিন্দা মাছ ব্যবসায়ী নাসির ও গোপালের জালে ধরা পড়ে মাছটি। মাছটি কেবি বাজারে আনার পর উৎসুক জনতা মাছটিকে দেখতে ভিড় জমাতে থাকেন। একটি শাপলাপাতা জাতের একটি বিরল প্রজাতি। স্থানীয় ভাবে আমরা এ মাছটিকে বাদুর মাছ বলে থাকি।’
0 coment rios: