
রাশিয়া ও তুরস্কের মধ্যে আলোচনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার সিরিয়ায় দেশব্যাপী অস্ত্রবিরতির বিষয়টি এখনও অস্পষ্ট রয়ে গেছে। যদিও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে অস্ত্রবিরতি বিষয়ে সমঝোতায় পৌঁছানোর কথা বলা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, সমঝোতা অনুযায়ী শুধুমাত্র আলেপ্পোতে নয়, দেশজুড়ে অস্ত্রবিরতি পালনের কথা বলা হয়। কিন্তু আঙ্কারা বা মস্কো কোন পক্ষই এ খবরের সত্যতা নিশ্চিত করেনি।
আলেপ্পোতে আটকে পড়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার সুযোগ দিতে চলতি মাসের শেষ দিকে তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় সেখানে অস্ত্রবিরতি পালন করা হয়। দেশটিতে প্রায় ছয় বছরের সংঘাতের অবসানে এটিকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হয়।
0 coment rios: