যশোরে বোনকে উত্তক্তে বাধা দেওয়ায তুহিন হোসেন (২৫)
নামে এক কৃষককে সন্ত্রাসীরা হাতুড়ীপেটা করে হাত পা ভেঙ্গে দিয়েছে বলে
অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার সকালে ঘটে। আহত তুহিন যশোর চৌগাছা উপজেলার
মাঠচাকলা গ্রামের নূরূল ইসলামের ছেলে।
তুহিনের স্বজনরা জানায়, যশোর চৌগাছা মাঠচাকলা গ্রামের হত্যা মামলা সহ
একাধীক মামলার আসামী সন্ত্রাসী আলা, জুয়েল, মিকাইল ও আশা মিলে তুহিনের বোন
রুমাকে রাস্তা ঘাটে প্রায়ই কুপ্রস্তাব দিত। তুহিন নিষেধ করলে সন্ত্রাসীদের
সাথে কথাকাটা কাটি হয়।
পরে শনিবার সকালে তুহিন এলাকার দেবিপুর বাজারে গমের আটা ক্রয় করতে যায়।
তারই জেরে সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসী আলা, জুয়েল, মিকাইল,
আশা সহ ৭/৮ জন নামনা জানা সন্ত্রাসীরা লোহার রড়, হাতুড়ী দিয়া তুহিনকে
উপর্যুপরি পিটিয়ে চার হাত পা ভেঙ্গে গুরুতর আহত জখম করে ফেলে রেখে যায়।
স্থানীয়রা আহতকে উদ্ধার করে আশংকাজনক অবস্হায় যশোর ২৫০শয্যা জেনারেল
হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ বজলুর রশিদ টুলু জানান, আহতর চার হাত পা ভাঙ্গা। সে এখন আশংকামুক্ত নয়।
এদিকে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠো ফোনে জানান, তিনি এমন
ঘটনার কোন অভিযোগ এখনও পান নাই, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্হা গ্রহন করবেন।
0 coment rios: