ভারতের সাবেক পেসার অজিত আগরাকারকে মনে আছে। দেখতে শুকনো ও রোগা হলেও বেশ জোরে বল করতে

পারতেন তিনি। ব্যাট হাতেও মাঝে মাঝে দ্রুতগতিতেও রান তুলতে সক্ষম ছিলেন তিনি।
একটা সময় ছিল যখন আগারকার বল হাতে দৌড় শুরু করতেন তখন সবাই ধরেই নিতেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা তার ওভারেই সব রান তুলে নিবেন। ভাবতেন ম্যাচটা বুঝি ভারত হেরেই গেল।
তবে তার বলে যথেষ্ট গতিও ছিল। ঘণ্টায় ১৪০ কিমি বেগে বল করতে পারতেন আগারকার। যা ভারতীয় বোলারদের ক্ষেত্রে খুব দেখা যায় না।
তবে এই আগারকারের বিয়ের ঘটনা হার মানাবে বলিউডের সিনেমাকে। আগারকার ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়েও বিয়ে করেন মুসলিম ঘরের মেয়ে ফাতিমাকে।
হিন্দুর ঘরের ছেলে মুসলিম মেয়ের প্রেমে ‘দিওয়ানা’— বলিউডের একাধিক ছবির চিত্রনাট্যে এমনই থাকে। প্রথম প্রথম পারিবারিক বাধা থাকলেও পরে ছেলে ও মেয়ের অদম্য প্রেমের কাছে হার মানতে হয় সবাইকে।
২০০৯ সালের ৯ ফেব্রুয়ারিতে বিয়ে হয় আগারকার ও ফাতিমার। একটি খেলায় ফাতিমার সঙ্গে দেখা হয় আগারকারের। প্রথম দেখাতেই একে অপরের প্রেমে পড়ে যান। তাদের সুখের সংসারে রাজ নামের এক ছেলে রয়েছে।
0 coment rios: