এক চীন নীতিকে সমর্থন জানাতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র সাও তোমি। ১৯৯৭ সালে চীনের সঙ্গে কূটনৈতিক স...

এক চীন নীতিকে সমর্থন জানাতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র সাও তোমি।
১৯৯৭ সালে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল সাও তোমি। ১৯ বছর পর সাও তোমির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্বীপরাষ্ট্রটি 'এক চীন নীতির সঠিক পথে ফিরে এসেছে' বলে মন্তব্য করেছে চীন।
অপরদিকে এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, সাও তোমির বিপুল অঙ্কের অর্থের দাবি মিটাতে না পারাই এর কারণ।
'এক চীন' নীতি মূল কথা হল, বিশ্বে চীন বলতে একটি দেশই আছে এবং তাইওয়ান সে দেশের অবিচ্ছেদ্য অংশ।
সাও তোমির এ সিদ্ধান্তের পর তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এমন দেশের সংখ্যা কমে ২১টিতে দাঁড়ানোয় ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছে দেশটি।