
লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। রোববার সকালে ৯২৫ নম্বর মেইন পিলার থেকে কিছু দূরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম, আসাদুল ইসলাম (১৮)। সে আদিতমারীর চওড়াতারি গ্রামের আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় বিকালে ৯২৪ মেইন পিলারের পাশে বিজিবি ও বিএসএফর পতাকা বৈঠক হয়েছে।
পতাকা বৈঠকে আসা বিএসএফের বরাত দিয়ে কমান্ডার ইউসুফ আলী বলেন, সকাল ৭টার দিকে তিনটি গরুসহ আসাদুলকে আটক করে বিএসএফ সদস্যরা।
'ওই সময় আসাদুল এক বিএসএফ সদস্যকে লক্ষ্য করে হাতে কোপ দিলে বিএসএফ সদস্য গুলি করে'। পরে কুচবিহার হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিজিবির দুর্গাপুর বিওপির কমান্ডার ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
0 coment rios: