যশোরে সড়ক দুর্ঘনায় আলমগীর হোসেন (২৬) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলার নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাঘুটিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকচালক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুর্ঘটনার সময় ট্রাকে একজন হেলপারও ছিলেন। তিনি সামান্য আহত হন। দুর্ঘটনার পর তাকে খুঁজে পাওয়া যায়নি।
0 coment rios: