ইনজুরি সময়ে সাদিও মানের করা একমাত্র গোলে এভারটনের বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। আর এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়...

ইনজুরি সময়ে সাদিও মানের করা একমাত্র গোলে এভারটনের বিপক্ষে ১-০ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে লিভারপুল। আর এ জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে উঠে এসেছে ইয়র্গান ক্লপের শিষ্যরা।
সোমবার রাতে এভারটনের মাঠ গুদিসন পার্কে প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। এরপর ৯০ মিনিট খেলা শেষে রেফারি অতিরিক্ত নয় মিনিট যোগ করেন! আর এই সুযোগটা কাজে লাগান অল রেডসরা। স্টুরিজের থেকে বল পেয়ে চার মিনিটের মাথায় দলকে লিড এনে দেন সেনেগালের স্ট্রাইকার সাদিও মানে। বাকি সময়ে আর গোল না হওয়ায় ওই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এই জয়ে এভারটনের বিপক্ষে টানা ১২ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখলো দলটি। একই সঙ্গে ১৭ ম্যাচ শেষে ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে লিভারপুল। সমান ম্যাচে শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ৪৩।