অবিভক্ত ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী
জেলা যশোর অনেক কিছুর জন্যেই বিখ্যাত। ৭ জন বীরশ্রেষ্ঠর মধ্যে ২-জনই
বৃহত্তর যশোর জেলার কৃতি সন্তান। এ আমাদের পরম অহংকার। স্বাধীনতা যুদ্ধেও
যশোরের রয়েছে গৌরবময় ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চুড়ান্তভাবে শেষ হবার
কয়েকদিন আগেই স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপন লড়াইয়ে দেশের সর্বপ্রথম
শত্রু মুক্ত হয় আমাদের এই যশোর জেলা। সেই গৌরবমন্ডিত তারিখটি ছিল ১৯৭১
সালের ৬ই ডিসেম্বর। তাই আমরা চিরকাল মাথা উচুঁ করে বলতে পারি বাংলাদেশের
মুক্তিযুদ্ধে যশোরই হল প্রথম শত্রু মুক্ত জেলা। যশোরের প্রথম শহীদ
হন চারুবালা, জননেতা শহীদ মশিউর রহমান, এ্যাডভোকেট শ্রী সুনীর কুমার রায়,
ব্যবসায়ী নারায়ন চন্দ্র সাহা, সমাজসেবী সুধীর কুমার ঘোষসহ অনেকে।
আরো কিছু ছবি শীঘ্রই যোগ করা হবে।
0 coment rios: