
হ্যাকাররা চাইলে কয়েক সেকেন্ডের মধ্যেই হাতিয়ে নিতে পারে কোনো ক্রেডিট বা ডেবিট কার্ডের সিকিউরিটি কোড, কার্ড নম্বরসহ বহু তথ্য। এমন দাবি করেছেন ব্রিটেনের একদল গবেষক।
ভিসা পেমেন্ট সিস্টেমের বেশকিছু ফাঁকফোকর খুঁজে বের করেছেন নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকরা দেখেছেন বিশেষ এক পদ্ধতিতে জালিয়াতি করলে ব্যাঙ্ক তা টেরও পায় না।
ভিসা পেমেন্ট সিস্টেমের বেশকিছু ফাঁকফোকর খুঁজে বের করেছেন নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষকরা দেখেছেন বিশেষ এক পদ্ধতিতে জালিয়াতি করলে ব্যাঙ্ক তা টেরও পায় না।
গবেষকরা বলছেন, একাধিকবার ভুল ডাটা দিয়ে কেউ পেমেন্ট করতে চাইলে তা ধরতে পারে না কোনো ব্যাঙ্ক বা সাইট। এটাকেই কাজে লাগায় হ্যাকাররা।
গবেষকদের দাবি ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন নম্বর, কার্ড নম্বর পেতে হ্যাকাররা স্বয়ক্রিয়ভাবে তৈরি করা একাধিক পিন নম্বর ও কার্ড নম্বর জেনারেট করে তা বিভিন্ন সাইটে ‘ফায়ার’ করে। এতে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই কার্ড সংক্রান্ত ডাটা তাদের হাতে চলে আসে।
গবেষক দলের প্রধান মহম্মদ আলি জানিয়েছেন, একাধিকবার ভুল ডাটা দিয়ে কেউ পেমেন্ট করতে চাইলে তা ধরতে পারে না অনলাইন পেমেন্ট সিস্টেম। এই ধরনের চেষ্টা বারবার করতে করতে একসময়ে হ্যাকারদের হাতে চলে আসে সঠিক তথ্য।
গবেষকদের দাবি ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন নম্বর, কার্ড নম্বর পেতে হ্যাকাররা স্বয়ক্রিয়ভাবে তৈরি করা একাধিক পিন নম্বর ও কার্ড নম্বর জেনারেট করে তা বিভিন্ন সাইটে ‘ফায়ার’ করে। এতে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই কার্ড সংক্রান্ত ডাটা তাদের হাতে চলে আসে।
গবেষক দলের প্রধান মহম্মদ আলি জানিয়েছেন, একাধিকবার ভুল ডাটা দিয়ে কেউ পেমেন্ট করতে চাইলে তা ধরতে পারে না অনলাইন পেমেন্ট সিস্টেম। এই ধরনের চেষ্টা বারবার করতে করতে একসময়ে হ্যাকারদের হাতে চলে আসে সঠিক তথ্য।
0 coment rios: