
বিজ্ঞানীরা দাবি, প্রত্যেক মানুষের মুখে অন্তত ৭০০ প্রকারের ব্যাকটেরিয়া থাকে। এর মধ্যে অনেক ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনের শরীরে সহজে স্থানান্তর হতে পারে। গবেষণায় ২১ প্রেমিকযুগলের চুম্বনের অভ্যাস ও এর ধরণ, দিনে কতবার তারা চুম্বন করেন, গত বছর তারা একে অপরকে কতবার চুম্বন করেছে, সর্বশেষ চুম্বন কবে করেছেন প্রভৃতি বিষয়ে তাদের প্রশ্ন করা হয়।
স্বেচ্ছাসেবক এক প্রেমিকযুগলদের ১০ সেকেন্ড চুম্বনে অংশ নেয়ার আগে ও পরে তাদের মুখ ও থুতু থেকে কিছু ব্যাকটেরিয়ার নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানীরা। এর মধ্যে এক প্রেমিকযুগলের প্রথমে চুম্বনে বেশ কিছু মারাত্মক ব্যাকটেরিয়া চিহ্নিত করেন তারা। এগুলো ক্ষতিকর মদে থাকা ব্যাকটেরিয়ার চেয়েও ক্ষমতাধর ও শক্তিকারক। পরবর্তী ১০ সেকেন্ডের দ্বিতীয় চুম্বনে একজন থেকে আরেকজনের মধ্যে ৮ কোটি ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ার মাত্রা নির্ণয় করেন। চুম্বনের পর দ্রুতই থুতু ফেললেও এসব ব্যাকটেরিয়ার অবস্থা পরিবর্তন হয় না। এমনকি মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া আরও সুসংহত হয়।
তবে বৈজ্ঞানিকরা জানিয়েছেন যদি ক্রমাগত একই ব্যক্তিকে ছয় মাস চুম্বন করেন তাহলে তাদের মধ্যে এই ভাইরাসকে প্রতিরোধ করার ক্ষমতা জন্মে যায়। তখন তা কোন ভাবেই প্রভাব ফেলতে পারে না৷
0 coment rios: