ঢালিউডের নাম্বার ওয়ান হিরো শাকিব খান বেশ কয়েকবার সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি সিঙ্গেল। তার কোন প্রেমিকা নেই। যদিও আরেক অভিনেত্রী বিভি...

ঢালিউডের নাম্বার ওয়ান হিরো শাকিব খান বেশ কয়েকবার সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি সিঙ্গেল। তার কোন প্রেমিকা নেই। যদিও আরেক অভিনেত্রী বিভিন্ন সময় দাবি করেছেন, শাকিব খানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু বরাবরই তা প্রত্যাখান করেছেন শাকিব।
সম্প্রতি গুঞ্জন উঠেছে, নতুন প্রেমে মজেছেন শাকিব খান। তার প্রেমিকার জন্য নিজের পছন্দের ডিজাইনে সোনার হার বানিয়েছেন শাকিব খান। দশ ভরির এই হারটি তিনি তাঁতীবাজার এলাকা থেকে বানিয়েছেন বলে জানা গেছে।
তবে কে সেই প্রেমিকা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মিডিয়ায় চাউর হয়েছে মিডিয়ারই নতুন কোন নায়িকার প্রেমেই মজেছেন এই হিরো।
হারটির কারিগর শেখর দে বিষয়টির সত্যতা স্বীকার করে জানিয়েছন, শাকিবের লোক এসে শাকিবের পছন্দ মতো সোনার হার বানিয়ে নিয়ে গেছে। প্রায়ই এখান থেকে সোনার হার বানান তিনি।
তবে এব্যাপারে শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ভারতে ‘নবাব’ চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।