
অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারের কাছেই হেরে গেল সফরকারী নিউজিল্যান্ড। আর এই পরজায়ের ফলে হোয়াইটওয়াশ হতে হল নিউজিল্যান্ডকে।
৩ ম্যাচের সিরিজ ২-০ তে জিতে আগেই সিরিজ জিতেছিল স্বাগতিকরা। তাই শেষ ম্যাচটা কিউইদের জন্য ছিল হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। তবে সেই ম্যাচে ডেভিড ওয়ার্নারের ঝড়ো ব্যাটের কাছেই হেরেছে নিউজিল্যান্ড
মেলবোর্নে সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ১১৭ রানে হারিয়েছে অজিরা। এদিন টসে জিতে ব্যাট করে ডেভিড ওয়ার্নারের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া।
দলের পক্ষে ওয়ার্নার ১৫৬ রান করেন। কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ড ৩টি, গ্রান্ডহোম এবং সাটনার ২টি করে উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ওয়ার্নারের করা রানই স্কোর বোর্ডে তুলতে পারেনি সফরকারীরা।
অজিদের পক্ষে মিচেল স্টার্ক ৩টি, জেমস ফকনার, টিম হেড ও পেট কামিন্স ২টি করে এবং হ্যাজলউড ১টি উইকেট লাভ করেন। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
0 coment rios: