আরবাজ খান আর সোহেল খান ছাড়াও বলিউড তারকা সালমান খানের আরো একটি যমজ ভাই আছে। এ বিষয়টা জানার পর অনেকের চোঁখ কপালে উঠে গেছে, অনেকে ভাবতে শুরু করেছেন, কোথায় সালমানের সেই ভাই। এবার রহস্যটা খোলসা করা যাক।
তারকাদের চেহারার সঙ্গে হুবুহু মিল খুজে পাওয়ার মতো ঘটনা নতুন কোনো কিছু নয়। আর এবার তেমনি এক ব্যক্তির সঙ্গে সালমানের চেহারার হুবুহু মিল খুঁজে পাওয়া গেছে। শুধু তাই নয় দেশের কোথাও নয়, তিনি আবার খোদ পাকিস্তানের বাসিন্দা!
সালমানে এই ‘যমজ ভাই’য়ের নাম হুসনাইন সালেম। বাস করেন পাকিস্তানের শিয়ালকোটে। হুসনাইনের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই ভাইজানের। কিন্তু তাকে দেখে মোটেও বোঝার উপায় নেই তিনি যমজ নন। চেহারা থেকে শুরু করে মুখের আদল, খান সাহেবের সঙ্গে মিল রয়েছে প্রচুর
কাকতালীয় ভাবে সালমনের জন্মদিন আর সালেমের জন্মদিন মাত্র দু’দিন আগে পরে। সালমনের ১৯৬৫-র ২৭ ডিসেম্বর। আর সালেমের ২৫ ডিসেম্বর। তবে সালটা আলাদা। ১৯৮৫-তে জন্ম সালেমের। এখানেই চমকের শেষ নয় হুসনাইনের বাবার নামও সেলিম। তিনি পেশায় ব্যবসায়ী।
সালেম নিজেও নায়ক সালমনের ফ্যান। ভাইজানের সব স্টাইলই হুবহু কপি করার চেষ্টা করেন। ৩১ বছরের পাকিস্তানের এই সালমন তার লুকের জন্য সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়। ছোটবেলায় স্কুলেও সালেমের নিক নেম ছিল ‘প্রেম’ আর ‘কর্ণ’। যে নামটি বেশির ভাগ সিনেমাতেই ব্যবহার করেছেন ভাইজান খ্যাত সালমান।
তবে সালেম ঠিক করেছেন তার ‘গুরু’ বিয়ে না করা পর্যন্ত ছাদনাতলায় যাবেন না তিনিও। তাই সালেমের জীবনেও ক্যাটরিনা-ইউলিয়াদের নো-এন্ট্রি। তবে মেয়েদের মধ্যে তার জনপ্রিয়তা বিপুল। মেয়েরা নাকি তার সঙ্গে সেলফি। তুলতে এমন কাণ্ড করে যে মাঝেমধ্যে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতে হয় তাকে!
তারকাদের চেহারার সঙ্গে হুবুহু মিল খুজে পাওয়ার মতো ঘটনা নতুন কোনো কিছু নয়। আর এবার তেমনি এক ব্যক্তির সঙ্গে সালমানের চেহারার হুবুহু মিল খুঁজে পাওয়া গেছে। শুধু তাই নয় দেশের কোথাও নয়, তিনি আবার খোদ পাকিস্তানের বাসিন্দা!
সালমানে এই ‘যমজ ভাই’য়ের নাম হুসনাইন সালেম। বাস করেন পাকিস্তানের শিয়ালকোটে। হুসনাইনের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই ভাইজানের। কিন্তু তাকে দেখে মোটেও বোঝার উপায় নেই তিনি যমজ নন। চেহারা থেকে শুরু করে মুখের আদল, খান সাহেবের সঙ্গে মিল রয়েছে প্রচুর
কাকতালীয় ভাবে সালমনের জন্মদিন আর সালেমের জন্মদিন মাত্র দু’দিন আগে পরে। সালমনের ১৯৬৫-র ২৭ ডিসেম্বর। আর সালেমের ২৫ ডিসেম্বর। তবে সালটা আলাদা। ১৯৮৫-তে জন্ম সালেমের। এখানেই চমকের শেষ নয় হুসনাইনের বাবার নামও সেলিম। তিনি পেশায় ব্যবসায়ী।
সালেম নিজেও নায়ক সালমনের ফ্যান। ভাইজানের সব স্টাইলই হুবহু কপি করার চেষ্টা করেন। ৩১ বছরের পাকিস্তানের এই সালমন তার লুকের জন্য সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়। ছোটবেলায় স্কুলেও সালেমের নিক নেম ছিল ‘প্রেম’ আর ‘কর্ণ’। যে নামটি বেশির ভাগ সিনেমাতেই ব্যবহার করেছেন ভাইজান খ্যাত সালমান।
তবে সালেম ঠিক করেছেন তার ‘গুরু’ বিয়ে না করা পর্যন্ত ছাদনাতলায় যাবেন না তিনিও। তাই সালেমের জীবনেও ক্যাটরিনা-ইউলিয়াদের নো-এন্ট্রি। তবে মেয়েদের মধ্যে তার জনপ্রিয়তা বিপুল। মেয়েরা নাকি তার সঙ্গে সেলফি। তুলতে এমন কাণ্ড করে যে মাঝেমধ্যে নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতে হয় তাকে!
0 coment rios: