প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ নভেম্বর ফরিদপুরসহ ঢাকা বিভাগের পাঁচটি জেলার তৃণমূল পর্যায়ের জনগণ, তাদের প্রতিনিধি, পেশাজীবী এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন। সরকারি এক সূত্র থেকে মঙ্গলবার এ খবর জানা যায়।
এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ের একজন মুখপাত্র জানান, ফরিদপুরে কনফারেন্সের জন্য আমরা আজ (মঙ্গলবার) জেলা প্রশাসকের কার্যালয়ের একটি প্রস্তুতি বৈঠক করেছি।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শিক্ষাবিদ, উপজেলা চেয়ারম্যান, ইউএনও, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ বিভিন্ন সরকারি অফিসের পদস্থ কর্মকর্তা, পেশাজীবী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন।
এর আগে সরকারি কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী আইসিটি সুবিধা ব্যবহার করে সরাসরি জনগণের সাথে কথা বলতে তার উদ্যোগের অংশ হিসেবে এ দিনে তিনি ফরিদপুরসহ ঢাকা বিভাগের পাঁচটি জেলায় অনুরূপ অনুষ্ঠান করবেন। -বাসস।
0 coment rios: