যশোরের বেনাপোল বন্দর থানার ধান্যকোলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিজিবির আওতাধীন ঘিবা সীমান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৈঠকে বিজিবির পক্ষে ৫ সদস্যদের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন। অপরদিকে ৫সদস্যের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ২৩ বিএসএফের অধিনায়ক কর্নেল রাকেশ রঞ্জন লাল।
২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধ, অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করার সিদ্ধান্ত নেয়া হয়।
এ ছাড়া সীমান্ত সংক্রান্ত সব সমস্যা সমাধানের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার এবং সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি বিজিবি ও বিএসএফ’র মধ্যে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রাখার ব্যাপারে বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করেন।-বাসস।
0 coment rios: