সম্প্রতি ফেসবুকের বাংলাদেশি পপুলার গ্রুপ ‘ডেসপারেটলি সিকিং সোলমেট’ (ডিএসএস)-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে ইনোভেডিয়াস- এর পরিচালক আহাদ রানা ইজিরাইড অ্যাপসটি আশার আগাম ঘোষণা দেন। অ্যাপসটির কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। আহাদ রানা জানান, শহরের রাস্তায় সিএনজি অটোরিকশা এখন আর মিটারে যেতে চায় না, বাসে কোথাও যাওয়া কষ্টকর। ইজিরাইড অ্যাপসের মাধ্যমে এই ঝামেলা থেকে শহরবাসী কিছুটা হলেও রক্ষা পাবেন। আর অল্প ভাড়ায় নিশ্চিত হবে গন্তব্য। এছাড়া তিনি আরো জানান, যে কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করে সহজেই বাইক, প্রাইভেট গাড়ি এবং মালামাল আনা নেয়ার জন্যে পিক-আপ ভ্যান পাবেন। আর বিশ্বাসযোগ্যতার জন্যে বাইক অথবা গাড়ি চালকের ৪ ধাপে পরিচয়পত্র ডাটা সেন্টারে রাখা হবে। যাতে অপরাধ ঘটার সম্ভাবনা না থাকে।
জানুয়ারিতে আসছে ইজিরাইড স্মার্ট ফোন অ্যাপস
সম্প্রতি ফেসবুকের বাংলাদেশি পপুলার গ্রুপ ‘ডেসপারেটলি সিকিং সোলমেট’ (ডিএসএস)-এর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে ইনোভেডিয়াস- এর পরিচালক আহাদ রানা ইজিরাইড অ্যাপসটি আশার আগাম ঘোষণা দেন। অ্যাপসটির কার্যক্রম আগামী জানুয়ারি থেকে শুরু হবে। আহাদ রানা জানান, শহরের রাস্তায় সিএনজি অটোরিকশা এখন আর মিটারে যেতে চায় না, বাসে কোথাও যাওয়া কষ্টকর। ইজিরাইড অ্যাপসের মাধ্যমে এই ঝামেলা থেকে শহরবাসী কিছুটা হলেও রক্ষা পাবেন। আর অল্প ভাড়ায় নিশ্চিত হবে গন্তব্য। এছাড়া তিনি আরো জানান, যে কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করে সহজেই বাইক, প্রাইভেট গাড়ি এবং মালামাল আনা নেয়ার জন্যে পিক-আপ ভ্যান পাবেন। আর বিশ্বাসযোগ্যতার জন্যে বাইক অথবা গাড়ি চালকের ৪ ধাপে পরিচয়পত্র ডাটা সেন্টারে রাখা হবে। যাতে অপরাধ ঘটার সম্ভাবনা না থাকে।
0 coment rios: