মাগুরা সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছে।
উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের মনিরামপুর গ্রামে আজ রোববার দুপুরে মো. মুসাক মোল্যা (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের ছেলে।
নিহতের ভাইয়ের ছেলে হেদায়েত তুর্কি সংবাদমাধ্যমকে জানান, নিজ বাড়িতে বৈদ্যুতিক ফ্যান লাগাতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হন। তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মাগুরা থানার এসআই এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0 coment rios: