২০১৭ সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
শফিউল আলম জানান, আগামী বছর ১৪ দিন সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে আট দিনসহ মোট ২২ দিনের ছুটি অনুমোদন করা হয়েছে। মধ্যে ১০ দিনই পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।
তিনি আরও জানান, চলতি বছরে এ ছুটি ছিল ১৮ দিন।
0 coment rios: