মিয়ানমারে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের
ওপর চরম নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ইমাম
পরিষদ। শনিবার দুপুরে শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ-সমাবেশ শেষে মিছিল
করা হয়।
জেলা ইমাম পরিষদের সভাপতি
আলহাজ মাওলানা আনোয়ারুল করীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের
সিনিয়র সহ-সভাপতি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য মুফতি
মুজিবুর রহমান, আলহাজ মাওলানা হাবিবুর রহমান, আলহাজ মাওলানা হামিদুল ইসলাম,
আলহাজ মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা আবদুল হালিম, মুফতি সামছুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা নাজির উদ্দীন ও হাফেজ মাওলানা আবদুল্লাহ।
সমাবেশ
থেকে মুসলমানদের ওপর পৈশাচিক নির্যাতন-নিপীড়ন, হত্যাযজ্ঞ বন্ধে মিয়ানমার
সরকারকে চাপ দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। পাশাপাশি বিপদগ্রস্ত
রোহিঙ্গা মুসলিমদের সীমান্ত আইন বলবৎ রেখে বাংলাদেশে ঢুকে জীবন বাঁচানোর
সুযোগ করে দেয়ারও দাবি করেন বক্তারা।
0 coment rios: