করণ জোহরের 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটি নিয়ে কম জল ঘোলা হয়নি বলিপাড়ায়। এ ছবিতে সাবা চরিত্রে অভিনয় করেছেন সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই। পুত্রবধূর অভিনীত এ ছবিটি নিয়ে আলোচনা তুঙ্গে থাকলেও প্রথম থেকেই নিরব ছিলেন অমিতাভ বচ্চন।
ছবিটিতে একজন লেখিকার চরিত্র সাবা। বিয়ে করলেও সংসার টিকেনি তার। সাবার জীবনে আবারও পুরুষ আসে। কিন্তু সাবা অতীত তীক্ত অভিজ্ঞতা থেকে মনোভাব পরিবর্তন করে। সে আর কারো দাসত্ব করতে রাজী নয়। কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায় সে।
সম্প্রতি অনুষ্ঠিত কলকাতা চলচ্চিত্র উৎসবে একটি ছবির প্রিমিয়ার যোগ দিয়ে অমিতাভ ভারতীয় চলচ্চিত্রে নারীর বিবর্তন নিয়ে বক্তৃতা করেন। এ সময় চলচ্চিত্রের বেশ কয়েকটি আলোচিত নারী চরিত্র নিয়ে কথা বলেন তিনি। সেই আলোচনায় ওঠে আসে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটির কথাও। অমিতাভ ছবির স্বাধীনচেতা সাবা চরিত্রটির বেশ প্রশংসা করেন। ছবিটির একাধিক সংলাপও উচ্চারণ করেন তিনি।
ছবিটিতে একজন লেখিকার চরিত্র সাবা। বিয়ে করলেও সংসার টিকেনি তার। সাবার জীবনে আবারও পুরুষ আসে। কিন্তু সাবা অতীত তীক্ত অভিজ্ঞতা থেকে মনোভাব পরিবর্তন করে। সে আর কারো দাসত্ব করতে রাজী নয়। কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায় সে।
সম্প্রতি অনুষ্ঠিত কলকাতা চলচ্চিত্র উৎসবে একটি ছবির প্রিমিয়ার যোগ দিয়ে অমিতাভ ভারতীয় চলচ্চিত্রে নারীর বিবর্তন নিয়ে বক্তৃতা করেন। এ সময় চলচ্চিত্রের বেশ কয়েকটি আলোচিত নারী চরিত্র নিয়ে কথা বলেন তিনি। সেই আলোচনায় ওঠে আসে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটির কথাও। অমিতাভ ছবির স্বাধীনচেতা সাবা চরিত্রটির বেশ প্রশংসা করেন। ছবিটির একাধিক সংলাপও উচ্চারণ করেন তিনি।
0 coment rios: