
কদিন আগেই দুই তারকার সংসার ভেঙেছে। একাকী জীবনযাপন করছেন তারা। শোনা যাচ্ছে, ব্র্যাড পিটের কাছ থেকে বিচ্ছেদ নিয়ে নাকি অ্যাম্বার হার্ডের কাছ থেকে আলাদা হওয়া জনি ডেপের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন জোলি। দু’জনে চুটিয়ে প্রেম করছেন বলে দাবি করছে হলিউডের সংবাদমাধ্যম।
এই দুই তারকার বিবাহবিচ্ছেদ নিয়ে তোলপাড় গোটা মিডিয়া। অনেক বিতর্ক, সমালোচনা পেরিয়ে দাম্পত্য জীবন থেকে আলাদা হয়েছেন জনি ডেপ ও অ্যাঞ্জেলিনা জোলি। কদিন আগে গুঞ্জন শোনা যায়, জনি ডেপ ও জোলি একে অপরের প্রেমে পড়েছেন ও ডেট করছেন। যদিও দুজনেই গণমাধ্যমে বিষয়টি অস্বীকার করেছেন।
প্রথমে একটি স্থানীয় ট্যাবলয়েডে প্রকাশিত হয় সংবাদটি। রিপোর্টে লেখা হয়, ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির সন্তানেরা নাকি ‘পাইরেট’ তারকাকে ‘জনি পাপা’ বলে সম্বোধন করে আসছে। প্রতিবেদনে আরও বলা হয়, ব্র্যাড পিট এই সংবাদে প্রচণ্ড ক্রোধে ক্ষিপ্ত হয়ে পড়েছেন। তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না, বিচ্ছেদের পর জোলি জনি ডেপকে তার জায়গায় বসিয়েছেন!
ওদিকে আরেক গুজবে শোনা যায়, জোলি এবং জনির কোন ধরণের যোগাযোগই নেই। জনিকে বাচ্চাদের ‘জনি পাপা’ ডাকার প্রশ্নই আসে না। এমনটি বলছে জোলির ঘনিষ্ঠ সূত্র। এ ছাড়া দুই দম্পতিই বিচ্ছেদের পর আলাদা থ্যাঙ্কস গিভিং উৎসব পালন করেছেন বলে জানা গেছে
0 coment rios: