যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার আদ-দ্বীন হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন উপজেলার কাঠশেকড়া গ্রামের রফিকুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বিল্লাল সকালে মোটরসাইকেলে করে শার্শা বাজারে যাচ্ছিলেন। পথে ওই হাসপাতালের সামনে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।
নাভারণ হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর আফজাল হোসেন বেনাপোল প্রতিদিনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে নিহতের লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘাতক প্রাইভেটকার আটক করা হয়েছে।
তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
0 coment rios: