বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে প্রায় দুই শতাধিক পর্যটক আটকা পড়েছে। সমুদ্রে ৩ নং সতর্কতা সংকেত ও সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকরা দ্বীপে আটকা পড়েছেন বলে জানা গেছে।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দ্বীপে দুই শতাধিক পর্যটক বিভিন্ন হোটেল ও কটেজে আটকা পড়েছে। এ ঘটনায় পর্যটকদের মাঝে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। পর্যটকদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আবহাওয়া ভাল হলে তাদের ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
আটকা পড়া এক পর্যটক জানান, গত সোমবার পরিবার নিয়ে সেন্টমার্টিন ভ্রমণে আসলেও সর্তকতা সংকেত ও জাহাজ চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, আবহাওয়া অনুকূলে আসলে পর্যটকদের ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দ্বীপে দুই শতাধিক পর্যটক বিভিন্ন হোটেল ও কটেজে আটকা পড়েছে। এ ঘটনায় পর্যটকদের মাঝে হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। পর্যটকদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং আবহাওয়া ভাল হলে তাদের ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
আটকা পড়া এক পর্যটক জানান, গত সোমবার পরিবার নিয়ে সেন্টমার্টিন ভ্রমণে আসলেও সর্তকতা সংকেত ও জাহাজ চলাচল বন্ধ থাকায় আটকা পড়েছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, আবহাওয়া অনুকূলে আসলে পর্যটকদের ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
0 coment rios: