২০০৫ সালে মিডিয়াতে ছোট একটি চরিত্রের মাধ্যমে ক্যামেরার সামনে আসেন। পরে ধীরে ধীরে নিজের যোগ্যতা গুনে বর্তমান বাংলা সিনেমার শীর্ষ নায়ক হয়েছেন, আরিফিন শুভ।
চলচ্চিত্রের তারকা হয়ে এরইমধ্যে বেশ সুনাম অর্জন করেছেন শুভ। ‘জাগো’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘অগ্নি’, ‘কিস্তিমাত’, ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’, ‘তারকাঁটা’, ‘ছুঁয়ে দিলে মন’, ‘অস্তিত্ব’, ‘মুসাফির’, সর্বশেষ ‘নিয়তি’সহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন তিনি।
এদিকে ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি নিয়ে তিনি বেশ আশাবাদী। এ ছবিটি পরিচালনা করছেন দীপংকর দীপক। ছবিটি নিয়ে শুভ বলেন, এর আগেও বিভিন্ন ছবিতে অ্যাকশন হিরো হিসেবে কাজ করেছি। এটাও অ্যাকশন, তবে একেবারে উল্টো।
এই চরিত্রের জন্য আমি নিজেকে অন্যভাবে তৈরি করেছি। শুটিং শুরুর আগে ১০ দিন বাসার বাইরেও বের হইনি। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চরিত্রটা ঝালিয়ে নিয়েছি।
বর্তমানে আরিফিন শুভ ‘প্রেমী ও প্রেমী’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এ ছবিটিও পরিচালনা করছেন জাকির হোসেন রাজু।
ইতিমধ্যে জাকির হোসেন রাজুর আরেকটি ছবিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন শুভ। অভি কথাচিত্রের ব্যানারে করা ‘ভালো থেকো’ নামে এ ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন তানহা তাসনিয়া। এফডিসিতে সম্প্রতি ছবিটির মহরত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময় ১৯৩০ ঘণ্টা ২৩ সেপ্টেম্বর, ২০১৬
0 coment rios: