যশোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক শফিকুল ইসলাম (৩২) নামে একজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন।
যশোর-মাগুরা সড়কের উপশহর এলাকায় আজ রোববার (২১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার হাজীপুর গ্রামে।
আহতরা হলেন, ট্রাকচালক আবুল (৫০), যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের বাদল হাওলাদার (৪৮), অভয়নগরের চলশিয়া গ্রামের আরাফাত (২০) ও সাতক্ষীরার শিপন।
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) জিয়ারত হোসেন সংবাদ মাধ্যমকে জানান, সকালে একটি ট্রাক উপশহর এলাকার একটি ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে রাস্তায় উঠতেই সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই বাসের চালক শফিকুল ইসলামের মৃত্যু হয়। এসময় আহত হন আরো চারজন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ২১ আগস্ট ২০১৬,
0 coment rios: