না রুপা নয় ব্রোঞ্জ পদক জিতেই আত্মহারা শত কোটি মানুষের দেশ ভারত। রিও অলিম্পিকের দ্বাদশ দিনে এসে ভারতকে এবারের গেমসের প্রথম পদক এনে দ...
না রুপা নয় ব্রোঞ্জ পদক জিতেই আত্মহারা শত কোটি মানুষের দেশ ভারত। রিও অলিম্পিকের দ্বাদশ দিনে এসে ভারতকে এবারের গেমসের প্রথম পদক এনে দিলেন সাক্ষি মালিক।
মেয়েদের ৫৮ কেজি ওজন শ্রেণিতে পদক জিতেছেন এই কুস্তিগির। ব্রোঞ্জ মেডেলের ম্যাচে ২৩ বছরের সাক্ষি ৩-১ এ হারিয়েছেন কিরগিজস্তানের আইসুলু তিনিবেকোভাকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অর্জনে সাক্ষিকে অভিনন্দন জানান টুইটে, "সাক্ষি মালিক ইতিহাস গড়েছে! ব্রোঞ্জ জেতার জন্য তাকে অভিনন্দন। গোটা দেশ আনন্দিত।"
আর খুব স্বাভাবিকভাবে সাক্ষির আনন্দের শেষ নেই। বলেছেন, "আমার ১২ বছরের স্বপ্ন পূরণ হলো। আমি খুব খুশি। খুব চাপের ম্যাচ ছিল। কারণ পদক জেতার ম্যাচ। খুব, খুব চাপের। তবে আমার বিশ্বাস ছিল যে আমি জিতবো।"
হরিয়ানার এই মেয়ে ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপা জিতেছিলেন। ২০১২ এনচন এশিয়ান গেমসে জিতেছিলেন ব্রোঞ্জ। অলিম্পিক গেমসের ইতিহাসে এটি ভারতের ২৫তম পদক।
সাক্ষি চতুর্থ ভারতীয় নারী হিসেবে অলিম্পিকে পদক জেতার ইতিহাস গড়লেন। এর আগে কারনাম মালেশ্বরি, ম্যারি কম ও সানিয়া নেহাল জিতেছেন অলিম্পিক পদক। সাক্ষি অলিম্পিকে পদক জেতা ভারতের চতুর্থ কুস্তিগিরও বটে। তার আগে পদক জিতেছেন খাশাবা দাদাসাহেব জাদব, দুইবারের অলিম্পিক পদক জয়ী সুশিল কুমার ও জোগেশ্বর দত্ত।
মেয়েদের ৫৮ কেজি ওজন শ্রেণিতে পদক জিতেছেন এই কুস্তিগির। ব্রোঞ্জ মেডেলের ম্যাচে ২৩ বছরের সাক্ষি ৩-১ এ হারিয়েছেন কিরগিজস্তানের আইসুলু তিনিবেকোভাকে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অর্জনে সাক্ষিকে অভিনন্দন জানান টুইটে, "সাক্ষি মালিক ইতিহাস গড়েছে! ব্রোঞ্জ জেতার জন্য তাকে অভিনন্দন। গোটা দেশ আনন্দিত।"
আর খুব স্বাভাবিকভাবে সাক্ষির আনন্দের শেষ নেই। বলেছেন, "আমার ১২ বছরের স্বপ্ন পূরণ হলো। আমি খুব খুশি। খুব চাপের ম্যাচ ছিল। কারণ পদক জেতার ম্যাচ। খুব, খুব চাপের। তবে আমার বিশ্বাস ছিল যে আমি জিতবো।"
হরিয়ানার এই মেয়ে ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপা জিতেছিলেন। ২০১২ এনচন এশিয়ান গেমসে জিতেছিলেন ব্রোঞ্জ। অলিম্পিক গেমসের ইতিহাসে এটি ভারতের ২৫তম পদক।
সাক্ষি চতুর্থ ভারতীয় নারী হিসেবে অলিম্পিকে পদক জেতার ইতিহাস গড়লেন। এর আগে কারনাম মালেশ্বরি, ম্যারি কম ও সানিয়া নেহাল জিতেছেন অলিম্পিক পদক। সাক্ষি অলিম্পিকে পদক জেতা ভারতের চতুর্থ কুস্তিগিরও বটে। তার আগে পদক জিতেছেন খাশাবা দাদাসাহেব জাদব, দুইবারের অলিম্পিক পদক জয়ী সুশিল কুমার ও জোগেশ্বর দত্ত।