বরাবরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় চমক দেখিয়েছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ। অল্পের জন্য কলেজটি থেকে এবার শতভাগ পাস না করলেও গত বছরের থেকে এব...
বরাবরের মতো এবারও এইচএসসি পরীক্ষায় চমক দেখিয়েছে যশোর ক্যান্টনমেন্ট কলেজ।
অল্পের জন্য কলেজটি থেকে এবার শতভাগ পাস না করলেও গত বছরের থেকে এবার
পাশের হার বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ১৬ শতাংশে জিপিএ-৫ পেয়েছে ২৬১
শিক্ষার্থী। যা গত বছর ছিল ১১৫ জন। কলেজ প্রশাসন বলছে, সৃজনশীল
প্রশ্নপত্রের বিষয়টি মাথায় নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হয়। যার কারণে
এই ভাল ফলাফল। কলেজটির অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল রাব্বি আহসান জানান, গত
বছর যশোর শিক্ষা বোর্ডে চরম ফলাফল বিপর্যয় হলেও ক্যান্টনমেন্ট কলেজের ৭৪৯
জন পরীক্ষার্থীর মধ্যে ৯২ দশমিক ৫৯ শতাংশ উত্তীর্ণ হয়। সে বছর জিপিএ -৫ পায়
১১৫ জন পরীক্ষার্থী। এ বছর সেই পাশের হার বেড়ে দাঁড়িয়েছে ৯৯ দশমিক ১৬
শতাংশ। বেড়েছে জিপিএ -৫ এর সংখ্যাও। এর আগে ২০১৪ সালে কলেজটি থেকে ৭৭০ জন
শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। যার মধ্যে ২৪২ জন জিপিএ -৫ সহ পাস
করে ৯৬ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী। ধারাবাহিকভাবে ভাল ফলাফল প্রসঙ্গে
কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্ণেল আহসান বলেন, মানসম্মত শিক্ষা দেওয়ার
জন্য কলেজের শিক্ষকরা সব সময় সষ্টে থাকেন। সৃজনশীল প্রশ্ন পত্রের বিষয়
মাথায় নিয়ে শিক্ষার্থীদের বিশেষ পদ্ধতিতে পাঠদান করানো হচ্ছে।
শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেটকে বাদ দিয়ে শ্রেণিকক্ষে ক্লাসের জন্য
উৎসাহ দেয়া হয়। আমরা মূল বইকে গুরুত্ব দিই। এছাড়া দুর্বল শিক্ষার্থীদের
প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়। সর্বপরি নির্দিষ্ট শৃঙ্খলা মেনে কলেজটি
পরিচালিত হয়। যার কারণে ক্যান্টনমেন্ট কলেজে ভাল ফলাফল অব্যাহত রয়েছে।
আগামীতে শতভাগ পরীক্ষার্থী পাসের লক্ষ্যমাত্রা রয়েছে আমাদের ।