খুলনার রূপসা থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শেখ আবুল কাশেম কালাকে ক্রসফায়ারে না দেয়ার অনুরোধ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সা...
খুলনার রূপসা থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শেখ আবুল কাশেম কালাকে ক্রসফায়ারে না দেয়ার অনুরোধ জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।
শনিবার দুপুর ১টায় খুলনা প্রেসক্লাবে রূপসা থানা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনের শেষে তিনি এ অনুরোধ জানান।
সাংবাদিকদের প্রশ্নে জবাবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, 'শেখ আবুল কাশেম কালাকে অপহরণকারী ব্যক্তিরা প্রশাসনের সহায়তায় অপহরণ করেছে। মানবিক কারণে আমরা তাকে ফেরত চাই। তাকে যেন ক্রসফায়ারে না দেয়া হয়।'
এর আগে সম্মেলনে লিখিত বক্তব্যে রূপসা থানা বিএনপির সভাপতি শেখ আব্দুর রশিদ জানান, গত ১০ জুলাই দুপুরে আদালত এলাকা থেকে রূপসার ৫নং ঘাটভোগ ইউপির ৪নং ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা আবুল কাসেম কালাকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এর পর থেকে আর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, সাবেক ছাত্র নেতা আবু হোসেন বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল হাসান বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।
শনিবার দুপুর ১টায় খুলনা প্রেসক্লাবে রূপসা থানা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনের শেষে তিনি এ অনুরোধ জানান।
সাংবাদিকদের প্রশ্নে জবাবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, 'শেখ আবুল কাশেম কালাকে অপহরণকারী ব্যক্তিরা প্রশাসনের সহায়তায় অপহরণ করেছে। মানবিক কারণে আমরা তাকে ফেরত চাই। তাকে যেন ক্রসফায়ারে না দেয়া হয়।'
এর আগে সম্মেলনে লিখিত বক্তব্যে রূপসা থানা বিএনপির সভাপতি শেখ আব্দুর রশিদ জানান, গত ১০ জুলাই দুপুরে আদালত এলাকা থেকে রূপসার ৫নং ঘাটভোগ ইউপির ৪নং ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা আবুল কাসেম কালাকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এর পর থেকে আর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট গাজী আব্দুল বারী, বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, সাবেক ছাত্র নেতা আবু হোসেন বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল হাসান বাপ্পী প্রমুখ উপস্থিত ছিলেন।