যশোরের বেনাপোল আন্তর্জাতিক তল্লাশিচৌকিতে (চেকপোস্ট) ৫০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ওই ডলার উদ্ধার হলেও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে বেনাপোল কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, স্ক্যানার যন্ত্রের পাশে রাখা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে। তবে ওই ব্যাগের কোনো দাবিদার পাওয়া যায়নি। উদ্ধার হওয়ার ডলার বাংলাদেশি ৪০ লাখ টাকার সমপরিমাণ।
মোস্তাফিজুর রহমান জানান, ব্যাগের ভেতরে একটি মুঠোফোন সেট পাওয়া গেছে। ওই সেটটি ট্র্যাকিং করে মালিককে খোঁজা হচ্ছে। এ ছাড়া তল্লাশিচৌকির সিসি ক্যামেরার ভিডিও দেখে ব্যাগ বহনকারীকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এ জন্য একটি তদন্ত দল গঠন করা হয়েছে।
মোস্তাফিজুর রহমান জানান, ব্যাগের ভেতরে একটি মুঠোফোন সেট পাওয়া গেছে। ওই সেটটি ট্র্যাকিং করে মালিককে খোঁজা হচ্ছে। এ ছাড়া তল্লাশিচৌকির সিসি ক্যামেরার ভিডিও দেখে ব্যাগ বহনকারীকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। এ জন্য একটি তদন্ত দল গঠন করা হয়েছে।
SHARE THIS
0 coment rios: