কুষ্টিয়া শহরের রেনউইক বাঁধ এলাকা থেকে আলেয়া বেগম (৭০) নামে ১ বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৭ আগস্ট) সকাল ৯টার তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত আলেয়া শহরের জিকে ঘাট এলাকার বাসিন্দা।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিন ফজরের নামাজের পর আলেয়া গাছের পাতা কুঁড়াতে বাড়ির পাশের জঙ্গলে যান। শুক্রবার সকালে পাতা কুঁড়াতে গিয়ে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি।আজ শনিবার সকালে স্থানীয়রা রেনউইক বাঁধের পাশের জঙ্গলে তার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাতা কুঁড়াতে গিয়ে বৈদ্যুৎতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
0 coment rios: