এখনও কাটেনি ‘উড়তা পাঞ্জাব’ ছবির সাফল্যের আমেজ, এরই মধ্যে কন্যাসন্তানের বাবা হওয়ার আনন্দে ভাসছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। সম্প্রতি শেষ ক...
এখনও কাটেনি ‘উড়তা পাঞ্জাব’ ছবির সাফল্যের আমেজ, এরই মধ্যে কন্যাসন্তানের বাবা হওয়ার আনন্দে ভাসছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। সম্প্রতি শেষ করেছেন ‘রেঙ্গুন’ ছবির কাজ। সব মিলিয়ে তিনি এখন আছেন স্পটলাইটে।
শুরুতে শহিদের পথটা এতো মসৃণ ছিলো না। সম্প্রতি এক সাক্ষাৎকারে চড়াই-উতরাই পেরিয়ে আসার স্মৃতি রোমন্থন করেছেন তিনি। বলিউডে সুযোগ পাওয়ার আগে কঠোর পরীক্ষা পাড়ি দিতে হয়েছে তাকে।
নিজের প্রথম ছবি ‘ইশক ভিশক’ (২০০৩) হাতে পাওয়ার আগে বিভিন্ন স্থানে ১০০বার অডিশন দিয়ে বাদ পড়েছিলেন শহিদ। বাবা অভিনেতা পঙ্কজ কাপুরের পুত্র পরিচয়টি মোটেও সুবিধাজনক হয়নি তার বেলায়। তাই কঠিন পথ পাড়ি দেওয়া শিখতে হয়েছে তাকে।সেই সময় এমন অনেকদিন গেছে, খাওয়ার টাকা ছিলো না শহিদের। অডিশন দিতে যে যাবেন, সেই ভাড়াও ছিলো না। তবে অতীত নিয়ে বেশি ঘাঁটাঘাটি করতে ভালো লাগে না তার। বরং সামনে এগিয়ে যাওয়ার দিকেই মনোযোগ ধরে রাখতে চান ৩৫ বছর বয়সী এই তারকা।