প্রায় ১৫ মাস পর পপি অভিনীত নতুন ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ‘পৌষ মাসের পিরিত’ নামের এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২ সেপ্টেম্বর। নার্গিস আক্তারের পরিচালনায় এই ছবির দৃশ্যধারণ হয়েছিল বেশ কয়েক বছর আগে। এতে পপির সহশিল্পী ছিলেন টনি ডায়েস। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী।
নরেন্দ্রনাথ মিত্রের ‘রস’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে ‘পৌষ মাসের পিরিত’। ছবিটি মুক্তি উপলক্ষে গত ২৪ আগস্ট সন্ধ্যায় রাজধানীর এক অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘পৌষ মাসের পিরিত’- ছবিতে আরও অভিনয় করেছেন আহমেদ রুবেল, প্রিয়াংকা, তরু মোস্তফা, আদিত্য আলম প্রমুখ। ছবির গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রফিকূল আলম, মমতাজ ও মনির খান। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী।
কাহিনী বিন্যাস, সংলাপ ও গীত রচনা করেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। পপিকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে গত বছর মুক্তি পাওয়া আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘দুই বেয়াইয়ের কীর্তি’ ছবিতে। এতে পপির সহশিল্পী ছিলেন ফেরদৌস।
0 coment rios: