পরপর দু’বার ভূমিকম্প অনুভূত হল ভারতের হিমাচল প্রদেশে। যা উৎসস্থল কুলু বলে জানা গিয়েছে। শনিবার ভোরে ২০ মিনিটের মধ্যে পরপর দু’বার কেঁপে ওঠে হিমাচল। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৪.৬ ও দ্বিতীয়টির মাত্রা ছিল ৪.৩। এদিন সকালে ৬টা ৪৪ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়।
ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরেই কম্পনের উৎসস্থল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অফ সিসমোগ্রাফি। দ্বিতীয় কম্পন হয় ৭ টা ৫ মিনিটে। দুটি কম্পনের উৎসস্থল একই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির খবরও পৌঁছায়নি।
বিশ্বের কয়েকটি ভূমিকম্পপ্রবণ এলাকার মধ্যে পড়ে এই হিমালয় সংলগ্ন ও উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। এই কম্পন কোনও বড়সড় ভূমিকম্পের পূর্বাভাস কিনা তা এখনও স্পষ্ট নয়।
গত বুধবার মায়ানমারে হওয়া ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে ভারতের পূর্ব অংশ। যার প্রভাব পড়ে এরাজ্যেও। কেঁপে ওঠে বাংলাদেশ, অসম, বিহার। মায়ানমারের ওই কম্পনের মাত্রা ছিল ৬.৮।
0 coment rios: