বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের বিষয়ে সোমবার প্রশাসনিক পদক্ষেপ নেবে তথ্য মন্ত্রণালয়। রোববার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে টে...
বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের বিষয়ে সোমবার প্রশাসনিক পদক্ষেপ নেবে তথ্য মন্ত্রণালয়। রোববার প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে টেলিভিশন মালিক ও প্রধান নির্বাহীদের সঙ্গে এক বৈঠকের শুরুতে এ তথ্য জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন,” পিসি টিভি অনেক ক্ষেত্রে মুসলমান সমাজের কোরআন, সুন্নাহ, হাদিস, বাংলাদেশের সংবিধান, দেশজ সংস্কৃতি, রীতি-নীতি, আচার-অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। তাই এ ব্যাপারে আগামীকাল (সোমবার) প্রশাসনিক পদক্ষেপ নেয়া হবে।”
এর আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১২ দফতরের প্রতিনিধিদের উপস্থিতিতে আইন-শৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসনে আমু এ খবর নিশ্চিত করেন।
জাকির নায়েক পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান হল এই পিস টিভি। এ টিভিতে ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের যে ব্যাখ্যা তিনি দেন, তা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি গুলশানে দুই হামলাকারী জাকির নায়েকের বক্তব্যে প্রলুদ্ধ হয়েছিলেন বলে ফেসবুক মাধ্যমে জানা যায়। তার কথায় উদ্বুদ্ধ হয়ে অনেক ভারতীয় আইএসে যোগ দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। মালয়েশিয়াতেও জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা আরোপিত আছে। ভারতেও বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে উৎসাহ যোগানোর অভিযোগ ওঠার পর তার বক্তব্য তদন্ত করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এছাড়া সেদেশেও পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জাকির নায়েক পরিচালিত যুক্তরাজ্যভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান হল এই পিস টিভি। এ টিভিতে ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের যে ব্যাখ্যা তিনি দেন, তা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি গুলশানে দুই হামলাকারী জাকির নায়েকের বক্তব্যে প্রলুদ্ধ হয়েছিলেন বলে ফেসবুক মাধ্যমে জানা যায়। তার কথায় উদ্বুদ্ধ হয়ে অনেক ভারতীয় আইএসে যোগ দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। মালয়েশিয়াতেও জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা আরোপিত আছে। ভারতেও বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে উৎসাহ যোগানোর অভিযোগ ওঠার পর তার বক্তব্য তদন্ত করার সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। এছাড়া সেদেশেও পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।